শিশু ও ছোটো বাচ্চাদের জন্য কুমড়ো টমেটোর স্যুপ রেসিপি।। Pumpkin Tomato Soup for Babies Toddles and Kids in Bengali

শিশু ও ছোটো বাচ্চাদের জন্য কুমড়ো টমেটোর স্যুপ  রেসিপি।। Pumpkin Tomato Soup for Babies Toddles and Kids in Bengali 

bengali baby food recipe

কুমড়োর স্যুপ শিশুদের জন্য একটি টেস্টি ও হেলদি রেসিপি(7 months -2, 3 years baby and kids food recipe in bengali)। কুমড়োতে প্রচুর পরিমানে ফাইবার থাকে যা শিশুর পরিপাক তন্ত্র কে ভালো রাখে আর পেট পরিষ্কার রাখে। কুমড়োতে রয়েছে যথেষ্ট পরিমানে বিটা-ক্যারোটিন যা ভিটামিন A তে পরিণত হয়। এতে রয়েছে পটাশিয়াম, আয়রন, ক্যালশিয়াম,ম্যাগনেশিয়াম ও জিঙ্ক যা শিশুর ইমিউনিটি মজবুত করে। এছাড়া রয়েছে ভিটামিন C , ভিটামিন B-6।কুমড়ো আপনি প্রায় ৬ মাস বয়স থেকেই সেদ্ধ করে পেস্ট করে খাওয়াতে পারেন। টমেটো প্রো ভিটামিন A, ভিটামিন B-6, ভিটামিন। টমেটো তে রয়েছে লাইকোপিনি নামক এন্টি অক্সিডেন্ট। এছাড়া রয়েছে সামান্য পরিমানে আয়রন ,ক্যালশিয়াম ,পটাশিয়াম।কুমড়ো বীজে রয়েছে ফাইবার ,কার্বোহাইড্রেট ও প্রোটিন।এছাড়া রয়েছে ম্যাঙ্গানিজ ,ম্যাগনেসিয়াম ,ফসফরাস, জিংক ,কপার ও ভিটামিন K।কুমড়ো বীজে আছে ক্যারোটিনয়েড ও ভিটামিন E যা এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।কুমড়ো বীজে রয়েছে ওমেগা 6 এর মতো প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B2 ও ফোলেট ।এই রেসিপি(Baby Food Pumpkin Soup recipe in Bengali) টি খুবই সহজ  ও সহজপাচ্য। 

কুমড়ো টমেটোর রেসিপি –

রান্নার সময় –                      ২০ মিনিট

প্রস্তুত করতে লাগবে         ৫ মিনিট 

রান্না করতে লাগবে              ১৫ মিনিট       

কি কি লাগবে –   

কুমড়ো –                     ১ কাপ কুচোনো 

টমেটো –                     ছোট সাইজের অর্ধেক কুচোনো  

পেঁয়াজ –                     ১/২ টেবিল চামচ কুচোনো 

রসুন –                          এক কোয়া 

নুন –                             সামান্য পরিমানে 

কুমড়ো বীজ –              তিনটে (for garnish)

ধনেপাতা –                  গার্নিশ করার জন্য 

কোন বাচ্চা দের জন্য উপযোগী – ৭ মাসের বেশি বয়সের  শিশু ও ছোটো বাচ্চাদের জন্য(7 plus  months   baby food recipe in Bengali )।

কখন খাওয়াবেন –  লাঞ্চ , ডিনার  (Breakfast idea for Babies toddlers and kids in Bengali )।

কুমড়ো টমেটোর সুপ বানানোর পদ্ধতি –

Pumpkin Tomato Soup recipe in Bengali
স্টেপ নং ১- প্রথমে সমস্ত সবজি ধুয়ে ছোটো ছোটো করে কেটে ফেলুন। কুমড়ো বীজ গার্নিস করার জন্য শুকনো কড়াইতে ভেজে(dry roast) থেঁতো করে নিন বা গুঁড়ো করে নিন। টমেটো অল্পই ব্যবহার করুন নাহলে স্যুপ টক হয়ে যেতে পারে।  
স্টেপ  নং ২- একটি কড়াইতে তেল বা ঘী দিন। ঘী গরম হলে রসুন দিন। রসুন হালকা ভাজা হলে ,পেঁয়াজ দিন । পেঁয়াজ নরম হয়ে গেলে এর পর  টমেটো দিয়ে  নেড়ে চেড়ে নিন। 
Soup for 8 months babies
স্টেপ নং ৩- টমেটো নরম হয়ে গেলে কেটে রাখা কুমড়ো দিন। দুই থেকে তিন মিনিট ধরে রোস্ট করুন।  
বেবি ফুড রেসিপি ৮ মাস
স্টেপ নং ৪- কুমড়ো ভালো করে রোস্ট হয়ে গেলে হাফ কাপ মতো জল দিন ও ঢেকে দিয়ে চার থেকে পাঁচ  মিনিট(বা কুমড়ো নরম না হওয়া অবধি ) সেদ্ধ করুন।  
স্টেপ নং ৫-  সেদ্ধ করার পর সম্পূর্ণ জল শুকিয়ে ফেলবেন না। সামান্য জল সহ নামিয়ে নিন ও ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে একটি গ্রাইন্ডারে ঢালুন  ও ভালো করে পেস্ট করে নিন। গুঁড়ো করা কুমড়ো বীজ ও ধনেপাতা দিয়ে গার্নিশ করুন। 

কিছু টিপস – 

  • পুরো রান্নাটি আপনি প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসারে সব মসলা সাঁতলে ,কুমড়ো রোস্ট করে প্রেসারে ২ টি সিটি দিয়ে নামিয়ে নিন ও পেস্ট করে নিন। 
  • বাচ্চার বয়স ২ বছরের বেশি হলে এবং আপনি যদি তাকে লঙ্কা খাওয়াতে শুরু করেছেন তাহলে  অল্প কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিতে পারেন।
  • শিশুর বয়স  যদি এক বছরের কম হয় ও আপনি তাকে রসুন বা পেঁয়াজ খাওয়াতে শুরু করেননি ,তাহলে পেঁয়াজ রসুন বাদে রেসিপি টি বানান। 
  • কুমড়ো বীজ ভালো করে গুঁড়ো করুন, নাহলে গলায় লেগে যেতে পারে। 
  • টমেটো অল্প পরিমানে ব্যবহার করুন ,নাহলে ত্বক হয়ে যেতে পারে ফলে বাচ্চার অ্যাসিড হতে পারে। 
  • রেসিপিটি  তে কুমড়োর সাথে আলু বা রাঙালুও যোগ করতে পারেন।
  • আপনার শিশুর বয়স যদি ১ বছরের কম হয় তাহলে নুন যোগ করবেন না। 
  • শিশুকে যেকোনো নতুন খাবার দিলে সবসময় তার এলার্জির দিকে খেয়াল রাখুন।

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published.