শিশু ও বাচ্চাদের জন্য কাঁচা কলার কাটলেট রেসিপি ।। Raw Banana Cutlet Recipe For Babies Toddlers and Kids in Bengali

শিশু ও বাচ্চাদের জন্য কাঁচা কলার কাটলেট রেসিপি ।। Raw Banana Cutlet Recipe For Babies Toddlers and Kids in Bengali

শিশু ও বাচ্চাদের খাবার জন্য কাঁচা কলার কাটলেট রেসিপি

 

বাচ্চাদের কে সবসময় পুষ্টি যুক্ত বাড়িতে তৈরী খাওয়ার খাওয়ানোই ভালো। কাঁচা কলার কাটলেট তেমনি একটি বাড়িতে তৈরী পুষ্টিকর অথচ টেস্টি একটি রেসিপি।কাঁচা কলা পটাসিয়াম ,আয়রন ,ফসফরাস ও ক্যালসিয়াম দ্বারা সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমানে ডিয়েট্রি ফাইবার যা বাচ্চার হজমে সাহায্য করে। বাচ্চার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সাহায্য করে।বিভিন্ন ভিটামিন যেমন  B6 , C , কার্বোহাইড্রেট ও  বিভিন্ন খনিজ সমৃদ্ধ এই সবজি টি বাচ্চার ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। আপনি ৭ মাস বয়স থেকেই শিশুকে কাঁচা কলা সেদ্ধ করে খাওয়াতে পারেন। শিশু একটু বড়ো হলে সেদ্ধর বদলে ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করতে পারেন। এতে তার স্বাদও বদল হবে ও বাচ্চাকে সবজি খাওয়ানো সুবিধেও হবে।  

 কাঁচা কলার কাটলেট রেসিপি


 রান্নার সময় –                     ২৫ মিনিট

প্রস্তুত করতে লাগবে         ১০ মিনিট 

রান্না করতে লাগবে              ১৫ মিনিট

কি কি লাগবে 

কাঁচকলা –    এক  কাপ কিউব করে কাটা 

রাঙা আলু –   হাফ কাপ কিউব করে কাটা

আলু –            হাফ কাপ কিউব করে কাটা

গাজর –            ২ টেবিল চামচ গ্রেট করা 

পেঁয়াজ –        ১ টেবিল চামচ কুচানো 

আদা  কুচি-     /২ টেবিল চামচ

জিরে গুঁড়ো –    ১/৪ টেবিল চামচ

নুন –                  স্বাদ অনুযায়ী  

তেল –                ১ টেবিল চামচ 

চাল গুঁড়ো-       ১ টেবিল চামচ 

চিড়ের গুঁড়ো-   প্রয়োজন মতো  

কোন বাচ্চা দের জন্য উপযোগী –  ১ বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য(1 year old baby food recipe in bengali )।

কখন খাওয়াবেন –   স্ন্যাক বা টিফিন( Snack and tiffin idea for Baby toddlers and kids in Bengali )।  

কাটলেট বানানোর পদ্ধতি –

বেবি ফুড রেসিপি
স্টেপ নং ১- কাঁচা কলা, রাঙ্গা আলু ও আলু কে প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে সেদ্ধ করে নিন। খুব বেশি সেদ্ধ নয় একটু যেন শক্ত থাকে।যতক্ষণে কুকারে সেদ্ধ হবে ততক্ষনে বাকি সবজি, পেঁয়াজ, আদা মিহি করে কুচিয়ে রাখুন ।এখানে সব উপকরণ ৮ টি টিক্কির মাপে নেওয়া হয়েছে। 
স্টেপ নং ২ – একটি প্যানের মধ্যে সামান্য তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ আদা দিয়ে হালকা নেড়ে নামিয়ে  নিন (জাস্ট কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিন)। 
শিশুর খাবার রেসিপি
স্টেপ নং ৩- একটি পাত্রের মধ্যে একসাথে সেদ্ধ করা আলু কাঁচা কলা , কুচোনো সবজি ও ভেজে রাখা আদা পেয়াঁজ নিন। এর সাথে ১/৪ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো ও স্বাদমতো নুন যোগ করুন  যোগ করুন।  
 

bacchar khabar recipe

  

স্টেপ নং ৪- সমস্ত উপকরণ কে হাত দিয়ে বা স্ম্যাশার দিয়ে ভালো করে মেখে নিন।এর থেকে কিছুটা পরিমান নিয়ে হাতদিয়ে  চ্যাপ্টা করে টিক্কির আকারে গড়ে নিন। 

cutlet recipe for 2 years old in Bengali

 

 স্টেপ নং ৫ –  এরপর একটি বাটিতে এক চামচ  চালের গুঁড়ো  ১/৪ কাপ জলে গুলে একটি পাতলা লেই তৈরী করুন।আরেকটি বাটিতে চিড়ে গুঁড়ো করে রাখুন।  টিক্কি কে প্রথমে এই লেই তে ডুবিয়ে নিন ও সাথে সাথে চিড়ের মধ্যে দিন ও হাত দিয়ে চিড়ের গুঁড়ো টিক্কির গায়ে চেপে চেপে দিন।এরপর টিক্কি গুলোকে ৫-৭ মিনিট রেস্টে রাখুন যাতে টিক্কির গায়ে চিড়ে যেন খুব ভালোভাবে লেগে যায়। 

১ বছরের বাচ্চার খাবার রেসিপি
স্টেপ নং ৬ – একটি প্যানে সামান্য তেল দিন। তেল গরম হলে টিক্কি গুলো ভাজতে দিন। একপিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠ ভাজতে দিন। গ্যাসের আগুন সবসময় মাঝারি(medium heat) রাখুন। ভাজা হয়ে গেলে টমেটোর চাটনি বা পুদিনার চাটনির সাথে পরিবেশন করুন।   
কিছু টিপস :

  • রান্নাটি করতে অল্প তেল লাগে। অতিরিক্ত তেল দেবেন না , নাহলে টিক্কির গড়ন খুলে যেতে পারে। 
  • রান্নাটি ননস্টিক প্যানে করলে ভালো হয়। যদি ননস্টিক না ব্যবহার করতে চান তাহলে টিক্কি ভাজার  সময় তেল একটু বেশি দিন ও সাবধানে ওল্টান।  
  • গ্যাসের আগুন লো মিডিয়াম থেকে মিডিয়াম এই রেঞ্জে রাখুন। 
  • চালের গুঁড়োর পরিবর্তে ওটসের গুঁড়োর লেই তৈরী করতে পারেন।    
  • চিড়ে ও চালের গুঁড়ির প্রলেপ ছাড়াও টিক্কি ভাজতে পারেন ,তবে খুব সাবধানে ওল্টাবেন প্যানের গায়ে লেগে যাওয়ার চান্স থাকে।   
  • বাচ্চার বয়স যদি ২ বছরের বেশি হয় ও আপনি তাকে ঝাল খাওয়াতে শুরু করেছেন তাহলে সামান্য কাঁচা লঙ্কা মাখানোর সময় কুচিয়ে দিতে পারেন। 
  • রেসিপিতে সেই সব সবজিই  যোগ করুন যেগুলো আপনি অলরেডি বাচ্চাকে আগে খাইয়েছেন। 
  • শিশুকে যেকোনো নতুন খাবার দিলে সবসময় তার এলার্জির দিকে খেয়াল রাখুন।

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published.