পনীর সবজি রেসিপি শিশু ও ছোট বাচ্চাদের জন্য ।। Paneer Sabji Recipe for Babies Toddlers and Kids in Bengali
পনীর সবজি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট দ্বারা ভরপুর একটি রেসিপি। শিশু ও বাচ্চাদের জন্য পনীর একটি উল্লেখযোগ্য পুষ্টিযুক্ত ও স্বাস্থকর খাবার। পনীর একটি ফোলেট , ক্যালসিয়াম ,ফসফরাস ,PUFA, MUFA দ্বারা সমৃদ্ধ একটি খাবার। পনির শিশুদের সঠিক পুষ্টি জুগিয়ে ওজন বৃদ্ধিতে সহায়তা করে।দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। পনিরে রয়েছে ৯ টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যা বাচ্চার সঠিক বৃদ্ধির জন্য খুবই জরুরি। পনীরে থাকা প্রোটিন বাচ্চাদের পেশির বৃদ্ধি ঘটায় ও মজবুত করে। পনীরের এই রেসিপি টি খুবই টেস্টি ও হেলদি একটি খাবার।রেসিপিটি বানাতেও সময় বেশ কম লাগে। বাচ্চাকে পনিরের সাথে সাথে বিভিন্ন সবজিও খাওয়াতে সুবিধে হয়।আমি এখানে ৩ ধরনের সবজি ব্যবহার করেছি। আপনি চাইলে আরো অন্যান্য সবজি যেমন বিট ,ব্রকোলি , বিন্স ইত্যাদি দিতে পারেন। শিশুকে নিজের হাতে ধরে খাওয়া শেখানোর জন্য(Finger food for babies and kids in Bengali) বেশ ভালো একটা ডিশ।বাচ্চার সাথে সাথে আপনিও এই টেস্টি ও হেলদি ডিশ টি খেতে পারেন।আপনি খেলে বাচ্চাও আপনাকে দেখে খেতে চাইবে। আজই ট্রাই করে দেখুন এই চটজলদি টেস্টি রেসিপিটি ।
পনীর সবজি রেসিপি –
রান্নার সময় – ১৫ মিনিট
প্রস্তুত করতে লাগবে ৫ মিনিট
রান্না করতে লাগবে ১০ মিনিট
কি কি লাগবে
পনীর- ১ কাপ ছোটো কিউব করা
টমেটো – লম্বা ও পাতলা করে কাটা
ক্যাপসিকাম – লম্বা ও পাতলা করে কাটা
গাজর – লম্বা ও পাতলা করে কাটা
পেঁয়াজ – লম্বা ও পাতলা করে কাটা
নুন – স্বাদ অনুসারে
হলুদ – ১/৪ টেবিল চামচ
তেল – ১ টেবিল চামচ
কোন বাচ্চাদের জন্য উপযোগী – ৮ মাসের বেশি বয়সের শিশু ও ছোটো বাচ্চাদের জন্য(8 months baby food recipe in bengali )।
কখন খাওয়াবেন – ব্রেকফাস্ট , স্ন্যাক বা টিফিন( Snack ,Tiffin and breakfast idea for Babies toddlers and kids in Bengali )।
পনীর সবজি বানানোর পদ্ধতি –
স্টেপ নং ১- পনীর কে ছোটো ছোটো কিউবের আকারে কেটে নিন। সমস্ত সবজি ও পেঁয়াজকে পাতলা ও লম্বা করে কেটে নিন।
স্টেপ নং ২- প্যানে সামান্য তেল দিন। তেল গরম হলে পনীর কিউব দিন। সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নিন ও নামিয়ে রাখুন।এই ফ্রায়েড পনীর কিউব বাচ্চার হাতে দিন,নিজের হাতে ধরে খেতে শিখবে।
স্টেপ নং ৪- এরপর টমেটো দিন ,টমেটো নরম হলে গাজর দিন। একটু নেড়ে চেড়ে নিন।শেষে ক্যাপসিকাম দিন। সবজি থেকে কাঁচা গন্ধ চলে গেলে সামান্য নুন হলুদ দিন ও ১/৪ কাপ মতো জল দিন। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট বা সমস্ত সবজি ভালো করে সেদ্ধ ও নরম না হওয়া পর্যন্ত রান্না করুন।
স্টেপ নং ৫- সেদ্ধ হওয়া সবজির সাথে ভেজে রাখা পনীর যোগ করুন ও ভালো করে মিশিয়ে নিন। নামিয়ে নিন ও ঠান্ডা হলে ব্রেকফাস্ট ,স্ন্যাক বা টিফিনে পরিবেশন করুন।
কিছু টিপস
- বাড়িতে তৈরী পনীর ব্যবহার করলে ভালো হয়। যদি বাড়িতে তৈরী না করতে চান তাহলে কেনা পনীর ব্যবহার করতে পারেন।
- পনীরের পরিবর্তে ডাইরেক্ট ছানাও ব্যবহার করতে পারেন।
- পনীর সবজি বেশি ড্রাই করবেন না। নাহলে বাচ্চার খেতে অসুবিধে হবে।একটু জল সহ নরম নরম নামিয়ে নিন।
- বাচ্চার বয়স ১ বছরের নিচে হলে নুন দেবেন না।
- রেসিপিতে সেই সব সবজিই যোগ করুন যেগুলো আপনি অলরেডি বাচ্চাকে আগে খাইয়েছেন।
- শিশুকে যেকোনো নতুন খাবার দিলে সবসময় তার এলার্জির দিকে খেয়াল রাখুন।