পনীর সবজি রেসিপি শিশু ও ছোট বাচ্চাদের জন্য ।। Paneer Sabji Recipe for Babies Toddlers and Kids in Bengali

পনীর সবজি রেসিপি শিশু ও ছোট বাচ্চাদের জন্য ।। Paneer Sabji Recipe for Babies Toddlers and Kids in Bengali

snack idea  breakfast idea tiffin idea for babies
পনীর সবজি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট দ্বারা ভরপুর একটি রেসিপি। শিশু ও বাচ্চাদের জন্য পনীর একটি উল্লেখযোগ্য পুষ্টিযুক্ত ও স্বাস্থকর খাবার। পনীর  একটি  ফোলেট , ক্যালসিয়াম ,ফসফরাস ,PUFA, MUFA দ্বারা সমৃদ্ধ একটি খাবার। পনির শিশুদের সঠিক পুষ্টি জুগিয়ে ওজন বৃদ্ধিতে  সহায়তা করে।দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। পনিরে রয়েছে ৯ টি অত্যাবশ্যকীয়  অ্যামাইনো অ্যাসিড যা বাচ্চার সঠিক বৃদ্ধির জন্য খুবই জরুরি। পনীরে থাকা প্রোটিন বাচ্চাদের পেশির বৃদ্ধি ঘটায় ও মজবুত করে। পনীরের এই রেসিপি টি খুবই টেস্টি ও হেলদি একটি খাবার।রেসিপিটি বানাতেও সময় বেশ কম লাগে। বাচ্চাকে পনিরের সাথে সাথে বিভিন্ন সবজিও খাওয়াতে সুবিধে হয়।আমি এখানে ৩ ধরনের সবজি ব্যবহার করেছি। আপনি চাইলে আরো অন্যান্য সবজি যেমন বিট ,ব্রকোলি , বিন্স ইত্যাদি দিতে পারেন। শিশুকে নিজের হাতে ধরে খাওয়া শেখানোর জন্য(Finger food for babies and kids in Bengali) বেশ ভালো একটা ডিশ।বাচ্চার সাথে সাথে আপনিও এই টেস্টি ও হেলদি  ডিশ টি খেতে পারেন।আপনি খেলে বাচ্চাও আপনাকে দেখে খেতে চাইবে। আজই ট্রাই করে দেখুন এই চটজলদি  টেস্টি রেসিপিটি । 
   
পনীর সবজি রেসিপি –

  রান্নার সময় –                   ১৫ মিনিট

প্রস্তুত করতে লাগবে         ৫ মিনিট 

রান্না করতে লাগবে              ১০ মিনিট 

কি কি লাগবে 

পনীর-                ১ কাপ ছোটো কিউব করা    
টমেটো –              লম্বা ও পাতলা করে কাটা 
ক্যাপসিকাম –      লম্বা ও পাতলা করে কাটা 
গাজর –                 লম্বা ও পাতলা করে কাটা
পেঁয়াজ –               লম্বা ও পাতলা করে কাটা 
নুন –                      স্বাদ অনুসারে 
হলুদ –                    ১/৪  টেবিল চামচ 
তেল  –                   ১ টেবিল চামচ 

কোন বাচ্চাদের জন্য উপযোগী – ৮ মাসের বেশি বয়সের  শিশু ও ছোটো বাচ্চাদের জন্য(8 months   baby food recipe in bengali )।
কখন খাওয়াবেন –   ব্রেকফাস্ট , স্ন্যাক বা টিফিন( Snack ,Tiffin and breakfast idea for Babies toddlers and kids in Bengali )। 

পনীর সবজি বানানোর পদ্ধতি –
8 month baby food recipe bengali
  
স্টেপ নং ১-  পনীর কে ছোটো ছোটো কিউবের আকারে কেটে নিন। সমস্ত সবজি ও পেঁয়াজকে পাতলা ও লম্বা করে কেটে নিন। 
বাচ্চাদের ব্রেকফাস্ট রেসিপি;
স্টেপ নং ২- প্যানে সামান্য তেল দিন। তেল গরম হলে পনীর কিউব দিন। সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নিন ও নামিয়ে রাখুন।এই ফ্রায়েড পনীর কিউব বাচ্চার হাতে দিন,নিজের হাতে ধরে খেতে শিখবে।  
বাচ্চাদের খাবার রেসিপি;

 স্টেপ নং ৩ –  ওই প্যানেই আরো একটু তেল দিন ও কেটে রাখা পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হওয়া অবধি ভেজে নিন। 

 

স্টেপ নং ৪-  এরপর টমেটো দিন ,টমেটো নরম হলে গাজর দিন। একটু নেড়ে চেড়ে নিন।শেষে ক্যাপসিকাম দিন। সবজি থেকে কাঁচা গন্ধ চলে গেলে সামান্য নুন হলুদ দিন ও ১/৪ কাপ মতো জল দিন। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট বা সমস্ত সবজি ভালো করে সেদ্ধ ও নরম  না হওয়া পর্যন্ত রান্না করুন। 

 
baby food recipe in  Bengali
স্টেপ নং ৫- সেদ্ধ হওয়া সবজির সাথে ভেজে রাখা পনীর যোগ করুন ও ভালো করে মিশিয়ে নিন। নামিয়ে নিন ও ঠান্ডা হলে ব্রেকফাস্ট ,স্ন্যাক বা টিফিনে পরিবেশন করুন। 
কিছু টিপস 
  • বাড়িতে তৈরী পনীর ব্যবহার করলে ভালো হয়। যদি বাড়িতে তৈরী না করতে চান তাহলে কেনা পনীর ব্যবহার করতে পারেন। 
  • পনীরের পরিবর্তে ডাইরেক্ট ছানাও ব্যবহার করতে পারেন। 
  • পনীর সবজি বেশি  ড্রাই করবেন না। নাহলে বাচ্চার খেতে অসুবিধে হবে।একটু জল সহ নরম নরম নামিয়ে নিন। 
  • বাচ্চার বয়স ১ বছরের নিচে হলে নুন দেবেন না। 
  • রেসিপিতে সেই সব সবজিই  যোগ করুন যেগুলো আপনি অলরেডি বাচ্চাকে আগে খাইয়েছেন। 
  • শিশুকে যেকোনো নতুন খাবার দিলে সবসময় তার এলার্জির দিকে খেয়াল রাখুন।

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published.