কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য বেস্ট ৫ টি শ্যাম্পু ও কন্ডিশনার ।। 5 best Shampoo and Conditioner for Bengali Curly Hair
আপনার যদি কোঁকড়ানো বা ঢেউ খেলানো চুল হয় তাহলে তার জন্য বিশেষ যত্ন করতে হয়। কার্লি বা ওয়েভি চুলের প্রধান সমস্যা হলো চুল খুব সহজেই আদ্রতা হারিয়ে ফেলে রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। ফল স্বরূপ চুল এলোমেলো হয় ও জট পরে যায়। কোঁকড়ানো চুলের জন্য আলাদা করে শ্যাম্পু ,কন্ডিশনার ও স্টাইলিং প্রোডাক্ট হয় সেগুলো ব্যবহারই শ্রেষ্ঠ। কোঁকড়ানো চুলের জন্য সেরকমই ৫ টি বেস্ট শ্যাম্পু ও ৫ টি বেস্ট কন্ডিশনার এর কালেকশান দিলাম যা আমার মতে সবচেয়ে ভালো মনে হয়েছে। Now go and Check them !
StBotanica Go Curls Hair Shampoo
StBotanica Go Curls Hair Shampoo কোঁকড়ানো ও ঢেউ খেলানো চুলের জন্য অন্যতম সেরা শ্যাম্পু।
এটা চুলের স্বাভাবিক নিখুঁত কোঁকড়ানো প্যাটার্ন বজায় রেখে খুব আলতো ভাবে চুল পরিষ্কার করে। চুলকে নরম,বাউন্সি করে ও ময়শ্চারের যোগান দেয়। আমরা জানি ক্যামিক্যাল উপাদানের চেয়ে প্রাকৃতিক উপাদান সবসময় ভালো।এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্স সীড অয়েল যা চুলের ভেঙ্গে যাওয়া ,ডোগা ফেটে যাওয়া, রুক্ষ ভাব হ্রাস করতে সহায়তা করে,চুলকে মজবুত ও মেরামত করতে সহায়তা করে। সর্বোত্তম চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
কোঁকড়ানো চুলের স্বাভাবিক ভাব বজায় রাখা ও রুক্ষ ভাব দূর করার জন্য প্রোটিন অনিবার্য্য।এতে রয়েছে পি প্রোটিন(Pea Protein) যা চুলের প্রতিটি স্ট্র্যান্ডের সাথে যুক্ত হয়ে চুলকে মজবুত করে।এই শ্যাম্পুতে ক্যামমাইল ফুলের নির্যাস থাকে যা মাথার ত্বকের চুলকুনি ভাব কমায় ও চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে। মরোক্কান আরগান অয়েল চুলকে পুষ্টি যোগায় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে।
এছাড়া এতে রয়েছে সূর্যমুখী ,রোজমেরীর মত বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিজ উপাদান যা চুলকে উন্নত ও মজবুত করতে সহায়তা করে।
সাধারণ শ্যাম্পু তে থাকে মিনারেল অয়েল ,প্যারাবিন ,সিলিকন যা কোঁকড়ানো চুল কে রুক্ষ করে নষ্ট করে। এই শ্যাম্পুতে কিন্তু এই সব ক্ষতিকারক উপাদানের কোনোটাই থাকেনা।
কাদের জন্য উপযুক্ত- কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য।
ভালো দিক
- চুলকে রুক্ষ না করে খুব আলতো ভাবে পরিষ্কার করে।
- কোঁকড়ানো চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে।
- চুলের ভেঙে যাওয়া ,ডোগা ফেটে যাওয়া রোধ করে।
- পি প্রোটিন চুকে পুষ্টি যোগায় ও চুলকে ঝলমলে করে তোলে।
- কোনো রকম খারাপ কেমিক্যাল যেমন সালফেট , প্যারাবিন ,সিলিকন , মিনারেল অয়েল,কৃত্রিম রং বা ডাই থাকেনা।
- দাম মোটামুটি সাধ্যের মধ্যে।
খারাপ দিক
- প্রতিদিন ব্যবহার বা অতিরিক্ত ব্যবহার চুল রুক্ষ করতে পারে।
রেটিং- ৪.১/৫
Curl Up Curl Moisturising Shampoo. আমাদের দেশের আবহাওয়ায় চুল রুক্ষ খুব তাড়াতাড়ি হয়ে পরে। এই শ্যাম্পু টি ভারতীয় কোঁকড়ানো চুলের জন্য বিশেষ ভাবে তৈরী। এরমধ্যে রয়েছে নারকেলের নির্যাস ভিত্তিক পরিষ্কারক উপাদান যা কোঁকড়ানো চুলকে খুব কোমল ভাবে পরিষ্কার করে ও চুলের স্বাভাবিক আদ্রতা বজায় রাখে। এর মধ্যে থাকা আর্গন অয়েল ও জোজোবা অয়েল রুক্ষ এলোমেলো কোঁকড়ানো চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে।
এছাড়া রয়েছে চিয়া সিড নির্যাস।চিয়া সিড ভিটামিন E ও এন্টিঅক্সিডেন্টে ভরপুর চুলকে ভেতর থেকে মজবুত করা ও ভলিউম বাড়ানোর জন্য পরিচিত। এতে থাকা গমের প্রোটিন (Wheat Protein) চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায়।
এর মধ্যে সালফেট, প্যারাবিন ,সিলিকন এর মতো কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই।
কাদের জন্য উপযুক্ত
রুক্ষ এলোমেলো কোঁকড়ানো ও ঢেউখেলানো চুলের জন্য।
ভালো দিক
- স্পেশালি ভারতীয় চুলের জন্য তৈরী।
- নারকেলের নির্যাস ভিত্তিক উপাদান খুব আলতো ভাবে চুল পরিষ্কার করে।
- সালফেট ,প্যারাবিন, সিলিকনের জাতীয় কোনো খারাপ ক্যামিক্যাল থাকেনা।
- কোনো কৃত্রিম রং বা ডাই থাকেনা।
- কোঁকড়ানো চুলের জন্য বেস্ট প্রোটিন গমের প্রোটিন সমৃদ্ধ।
- চিয়া সীডে থাকা এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন E চুল মজবুত করে ও চুল পড়া কমায়।
- আর্গন ও জোজোবা অয়েল চুলকে নরম ও কোমল রাখে।
- খুব অল্প পরিমানে শ্যাম্পুতেই চুল পরিষ্কার হয়ে যায়।
খারাপ দিক
- অতিরিক্ত ব্যবহার চুল ও মাথার স্ক্যাল্প রুক্ষ করতে পারে।
- দাম বেশী।
আপনার চুল যদি কোঁকড়ানো ও কালার করা হয় তাহলে এই শ্যাম্পুটি আপনার জন্য।মরোক্কান আর্গন অয়েল,অলিভওয়েল , এলোভেরা ,ভিটামিন E, শিয়া বাটার এবং নারকেল তেলের গুন সমৃদ্ধ এই শ্যাম্পুটি কম দামের মধ্যে বেশ ভালো। এর মধ্যে থাকা বিভিন্ন এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন চুলকে UV রশ্মি ও উত্তাপ থেকে রক্ষা করে।
আপনার চুল যদি হিট ট্রিটমেন্ট যুক্ত হয় বা কেমিক্যাল ট্রিটেড হয় যেমন চুলে কালার করা ,কেরাটিন ট্রিটমেন্ট করা হয় , ড্রায়ার এর ব্যবহার, স্ট্রেইটনার ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই শ্যাম্পু টি চুল কে পুষ্টি দেবে ও ড্যামেজ মেরামত করবে। এই শ্যাম্পু সালফেট ,প্যারাবিন , সোডিয়াম ক্লোরাইড ,গ্লুটেন ,ফটোলেটস এসব ক্ষতিকর ক্যামিক্যাল বিহীন।এই শ্যাম্পুটি বিভিন্ন ভেষজ উপাদান সমৃদ্ধ যা চুলকে নরম ,সিল্কের মত মসৃন প্রাণবন্ত ও ঝলমলে করে তোলে,চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে।
কাদের জন্য উপযুক্ত -ড্যামেজ ও রুক্ষ সব ধরনের চুলের জন্য।
ভালো দিক
- অতিরিক্ত ড্যামেজ চুলের জন্য উপকারী।
- চুল ক্যামিকেল ও হিট ট্রিটমেন্ট এর ফলে চুল নষ্ট ও রুক্ষ হয়ে গেলে চুলকে মেরামত করতে সাহায্য করে।
- কোঁকড়ানো চুলকে রোদের ক্ষতিকারক UV রশ্মি ও উত্তাপ থেকে রক্ষা করে।
- আপনার ড্যামেজ চুলের ইলাস্টিসিটি ও উজ্জ্বলতা পুনরুদ্ধার করে।
- সালফেট ,প্যারাবিন , সোডিয়াম ক্লোরাইড ,গ্লুটেন ,ফটোলেটস এসব ক্ষতিকর ক্যামিক্যাল বিহীন।
- দাম তুলনামূলক ভাবে অন্যান্য কার্লি হেয়ার শ্যাম্পুর তুলনায় কম।
খারাপ দিক
চুল পড়া রোধ করতে পারেনা।
প্রতিদিন ব্যবহার করলে চুল রুক্ষ হতে পারে।
রেটিং – ৪.২/৫
L’Oreal Paris EverCurl Hydracharge Sulfate Free Shampoo, with Coconut Oil
L’Oreal Paris এর মতো বড়ো ও বিখ্যাত ব্র্যান্ডের এই শ্যাম্পুটি কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য জাস্ট ফাটাফাটি । সালফেট ,গ্লুটেন ,ডাই বা কৃত্রিম রং বিহীন ভিগন শ্যাম্পু। এতে প্রধান উপাদান হিসেবে রয়েছে নারকেলের নির্যাস যুক্ত পরিষ্কারক এজেন্ট। যা চুলের ধুলো নোংরা বালি খুব কোমল ভাবে পরিষ্কার করে ও চুলকে পুষ্টি যোগায়।
চুলের স্বাভাবিক আদ্রতা বজায় রেখে চুলকে রুক্ষ ও শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। গভীর ভাবে চুলকে মশ্চারাইজ করে ও চুলের স্বাভাবিক কোঁকড়ানো বা ঢেউ খেলানো ভাব বজায় রাখে। শ্যাম্পুটি অল্প পরিমানেই কাজ হয়। বাজেটের দিক থেকে দাম একটু বেশি। তবে যদি পকেট পারমিট করে তবে এই শ্যাম্পুটি জাস্ট একবার ব্যবহার করে দেখুন।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য।
ভালো দিক
- L’Oreal Paris এর মতো বড়ো ও বিখ্যাত ব্র্যান্ডের হাইড্রচার্জ শ্যাম্পু কোঁকড়ানো চুলের জন্য দুর্দান্ত একটি প্রোডাক্ট।
- নারকেলের নির্যাস যুক্ত এই শ্যাম্পু চুলকে গভীর ভাবে পুষ্টি যোগায় ও ময়শ্চারাইজ করে।
- চুললের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে। চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে।
- চুল খুব সহজেই ম্যানেজ করা সম্ভব হয়।
- অল্প শ্যাম্পুতেই কাজ হয়।
- সালফেট ,গ্লুটেন ,ডাই বা কৃত্রিম রং এর মতো কোনো ক্ষতিকর উপাদান থাকেনা।
খারাপ দিক
দাম বেশি।
রেটিং – ৪.৩/৫
TRUE FROG SHAMPOO FOR CURLS
TRUE FROG SHAMPOO FOR CURLS এই শ্যাম্পুটি কোঁকড়ানো চুলের জন্য আরেকটি ভালো কোয়ালিটির শ্যাম্পু। এর মধ্যে রয়েছে ভিটামিন E যা চুলে পুষ্টি যোগায় ও ঝলমলে করে। চিয়া সীড ও ফ্ল্যাক্স সীড নির্যাস চুলের এলোমেলো রুক্ষ ভাব কমায়, চুলের স্বাভাবিক কোঁকড়ানো প্যাটার্ন বজায় রেখে চুলকে ম্যানেজেবল করে তোলে। এতেথাকা কুইনোয়া প্রোটিন চুলে আদ্রতার যোগান দিয়ে চুলকে নরম,কোমল ও ঝলমলে করে। চুল যদি আপনার কালার করা হয়ে থাকে তাহলে এই শ্যাম্পু টি চুলের কালার কে রক্ষা করে। আর রয়েছে বিটের নির্যাসের মতো প্রাকৃতিক উপাদান যা চুলকে রোদের উত্তাপ থেকে রক্ষা করে ও কালার চুলের রং ধরে রাখতে সাহায্য করে।রুক্ষতা যদি আপনার চুলের প্রধান সমস্যা হয় তাহলে এই শ্যাম্পুটি একবার ব্যবহার করে দেখুন।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য। কালার করা চুলের জন্য।
ভালো দিক
- চুলের স্বাভাবিক কোঁকড়ানো বা ঢেউখেলানো ভাব বজায় রাখে।
- কুইনোয়া প্রোটিন ও ভিটামিন E চুলে গভীর ভাবে পুষ্টি যোগায় ,আদ্রতার যোগান দেয় ও চুলকে ঝলমলে রাখে।
- ফ্ল্যাক্স সীড ও চিয়া সীড নির্যাস চুলের রুক্ষতা কমায় ও চুলের স্বাভাবিক কোঁকড়ানো প্যাটার্ন বজায় রাখে।
- কালার করা চুলের জন্যও এই শ্যাম্পুটি উপযোগী। চুলের কালার প্রোটেক্ট করে।
- বিটের নির্যাস চুলকে উত্তাপ থেকে রক্ষা করে, আদ্রতা দেয় ও চুলের কালার বজায় রাখে।
- শ্যাম্পুটি সালফেট, প্যারাবিন ,সিলিকন বিহীন।
খারাপ দিক
দাম বেশি।
StBotanica GO Curls Hair Conditioner
StBotanica GO Curls Hair Conditioner এই কন্ডিশনারটি কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য বাজেটের মধ্যে বেশ ভালো কন্ডিশনার। স্পেশাল ভাবে কোঁকড়ানো চুলের জন্য তৈরী এই কন্ডিশনারটি অ্যাভোকাডো অয়েল ও মরোক্কান আর্গন দ্বারা সমৃদ্ধ যা চুলে আদ্রতা যোগায় ও চুলের ভেঙে যাওয়া রোধ করে। এতে রয়েছে ফ্ল্যাক্সসিড অয়েল যা চুলকে পুরুজ্জীবিত করে, চুলকে মসৃন করে ও চুলকে মজবুত করে।
এতে থাকা শিয়া বাটার চুলের ভেঙে যাওয়া ,ডোগা ফেটে যাওয়া রোধ করে ও চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে। এছাড়া কন্ডিশনার টি বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন নেটেল লিফ , ক্যামোমাইল ফুলের নির্যাস ,রোজমেরী ইত্যাদি রয়েছে যা কোনোরকম র্যাশ বা চুলকুনির হাত থেকে মাথার ত্বককে রক্ষা করে। এর মধ্যে কোনো ক্ষতিকারক ক্যামিক্যাল যেমন প্যারাবিন ,সালফেট ,মিনারেল অয়েল ,সিলিকন থাকেনা। এর মধ্যে থাকা পি প্রোটিন(PeaProtin) চুলকে পুষ্টি যোগায় ও রুক্ষতার হাত থেকে বাঁচায়।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য।
ভালো দিক
- চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে।
- শিয়া বাটার চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
- ফ্ল্যাক্স সিড অয়েল চুলকে পুনরুজ্জীবিত করে ও মসৃন করে।
- আর্গন অয়েল ও অ্যাভোকাডো ওয়েলে পরিপূর্ন এই কন্ডিশনার টি চুলের রুক্ষতা দূর করে।
- কোনো খারাপ কেমিক্যাল সালফেট,প্যারাবিন, মিনারেল অয়েল , সিলিকন, কৃত্রিম রং থাকেনা।
- দাম মোটামুটি সাধ্যের মধ্যে।
খারাপ দিক
পরিমানে বেশি লাগে।
রেটিং -৪.২/৫
Curl Up Curl Hydrating Conditioner এই ব্র্যান্ডের কন্ডিশনারটি এর শ্যাম্পুর মতোই স্পেশালি ভারতীয় কোঁকড়ানো চুলের জন্য তৈরী।এতে রয়েছে আর্গন অয়েল ও জোজোবা অয়েল যা রুক্ষ এলোমেলো চুলকে মসৃন ও সঠিক ভাবে কোঁকড়ানো প্যাটার্ন তৈরী করে। চিয়া সিড নির্যাস চুলকে ভেতর থেকে মজবুত করে ও চুলকে ঘন করে। ফ্ল্যাক্স সিড অয়েল চুলে আদ্রতা প্রদান করে ও চুলকে রুক্ষতা ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে। কন্ডিশনারটি সিলিকন ,প্যারাবিন ,সালফেট বিহীন যা কোঁকড়ানো চুলের জন্য খুবই দরকার। রুক্ষতা যদি আপনার কোঁকড়ানো চুলের প্রধান সমস্যা হয় তাহলে এই শ্যাম্পুটি আপনার জন্য।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি রুক্ষ শুষ্ক চুলের জন্য।
ভালো দিক
- চুলকে আদ্রতার যোগান দেয় ও মসৃন করে।
- চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে।
- বিশেষ ভাবে ভারতীয় চুলের জন্য তৈরী।
- চুলের জট ছাড়াতে সাহায্য করে।
- জোজোবা অয়েল ও আর্গন অয়েল চুলের রুক্ষ ও শুষ্ক বা দূর করে চুল মসৃন করে তোলে।
- এই কন্ডিশনারে সালফেট ,পারভিন ,সিলিকন জাতীয় কোনো ক্ষতিকর উপাদান থাকেনা।
খারাপ দিক
দামের দিক থেকে একটু বেশি।
রেটিং -৪.২/৫
Ashba Botanics Right Ringlets Leave-in Conditioner
Ashba Botanics Right Ringlets Leave-in Conditioner এই কন্ডিশনারটি কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য আশীর্বাদ ! এটা চুলকে গভীর ভাবে আদ্রতা যোগায় ,চুলকে মসৃন করে ও কোঁকড়ানো ভাব একদম পারফেক্ট রাখে। এতে রয়েছে বাওবাব অয়েল , আর্গন অয়েল ,Mongongo oil,সূর্যমুখী বীজের তেল ও অন্যান্য উদ্ভিজ উপাদান যা চুলকে মেরামত করে, এলোমেলো ভাব ,রুক্ষ শুষ্ক ভাব দূর করে, চুলের গোড়া মজবুত করে।
রোজমেরী, এলোভেরা , ক্যামোমাইল ফুলের নির্যাস যা মাথার ত্বককে শান্ত রাখে, স্কিনে কোনোরকম খারাপ প্রভাব ফেলে না। রয়েছে গ্রীন টি যা চুলে এন্টিঅক্সিডেন্টের কাজ করে চুল ঝরে পড়া রোধ করে। এছাড়া রয়েছে লেবু ও কমলালেবুর মতো আরো অনেক ভেষজ উপাদান, ভিটামিন E যা চুলকে ঝলমলে ও প্রাণবন্ত করে। হাইড্রোলাইজ কুইনোয়া প্রোটিন যা প্রতিটি চুলের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়, চুলকে মজবুত করে, রুক্ষতার হাত থেকে রক্ষা করে ও চুলকে সর্বোত্তম ভাবে কন্ডিশন ও ময়শ্চারাইজ করে। দাম একটু বেশি কিন্তু কোঁকড়ানো চুলের জন্য ভীষণ ভীষণ ভালো একটি কন্ডিশনার।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য।
ভালো দিক
- কোঁকড়ানো চুলের জন্য অন্যতম বেস্ট কন্ডিশনার।
- চুলকে গভীর ভাবে আদ্রতা যোগায়, কোমল ও মসৃন করে।
- চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে।
- এলোভেরা,ক্যামোমাইল ফুল,রোজমেরীর মতো ভেষজ উপাদান যা ত্বককে শান্ত রাখে, কোনোরকম র্যাশ, চুলকানি বা এলার্জির হাত থেকে মাথার ত্বককে রক্ষা করে।
- আর্গন অয়েল ,আফ্রিকান mongongo Oil , সূর্যমুখী সীড অয়েল যা চুলকে ময়শ্চার করে, চুল মেরামত করে ,চুলের গোড়া মজবুত করে।
- হাইড্রোলাইজ কুইনোয়া যা চুলের গভীরে প্রবেশ করে চুলকে পুষ্টি যোগায় ,চুল মসৃন করে, রুক্ষতা শুস্কতা দূর করে।
- কোনোরকম প্যারাবিন, সালফেট ,সিলিকন, EDTA, Phthalates, মিনার্যালঅয়েল,ক্ষতিকর এলকোহল থাকেনা।
খারাপ দিক
- দাম বেশি।
রেটিং ৪.৩/৫
Bella Vita Organic Growth Protein Hair Fall Control Conditioner
Bella Vita Organic Growth Protein Hair Fall Control Conditioner এই কন্ডিশনারটি সাধ্যের মধ্যে বেশ ভালো সম্পূর্ণ অর্গানিক আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট।কোনো রকম খারাপ ক্যামিক্যাল সালফেট , প্যারাবিন , সিলিকন নেই। তার বদলে রয়েছে প্রচুর পরিমানে ভেষজ উপাদান।রয়েছে কফি বীজের নির্যাস যা চুলের DHT ব্লক করে চুল পড়া বন্ধ করে,চুল মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।পেঁয়াজের রস আছে যা চুল লম্বা করতে সাহায্য করে ও নতুন চুল গজাতে সাহায্য করে ,চুল ঘন করে।
কোল্ড প্রেসড নারকেল তেল ,শিয়া বাটার , কোকো বাটার, এর মতো প্রচুর উন্নত মানের উপাদান রয়েছে যা চুলকে গভীর ভাবে আদ্রতা যোগায়, চুল নরম, বাউন্সি ও দীপ্তিময় করে তোলে।কোকুম বাটার,ম্যংগো বাটার এর মতো উপাদান রয়েছে যা চুলের রুক্ষ সুক্ষ ভাব কমায়।এছাড়া রয়েছে এলোভেরা ,বহেড়া,শিকাকাই ,ব্রাম্ভি , অশ্বগন্ধা, জবাফুলের মতো বিভিন্ন প্রাকৃতিক ভেষজ উপাদান যা চুল পড়া রোধকরে,নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে কেরাটিন প্রোটিন যা ক্ষতিগ্রস্থ ও রুক্ষ চুলকে মেরামত করে। চুলের রুক্ষ ভাব ও চুল ঝরে পড়া যদি আপনার প্রধান সমস্যা হয় তাহলে এই কন্ডিশনার টি আপনার জন্য।
কাদের জন্য উপযুক্ত – সবধরনের চুলের জন্য।
ভালো দিক
- সম্পূর্ণ অর্গানিক ও আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট।
- এতে থাকা কফির নির্যাস চুলের গোড়ায় DHT ব্লক করে ও চুল পড়া রোধ করে।
- কোল্ড প্রেসড নারকেল তেল ,শিয়া বাটার , কোকো বাটার চুলকে নরম,কোমল ও ঝলমলে করে তোলে।
- কোকুম বাটার,ম্যংগো বাটার চুলের রুক্ষ শুষ্ক ভাব কমায়।
- এলোভেরা, অশ্বগন্ধা ,বহেড়া সিকাকাইয়ের এর মতো ভেষজ উপাদান যা চুল পড়া রোধ করে ,নতুন চুল গজাতে সাহায্য করে।
- কেরাটিন প্রোটিন ক্ষতিগ্রহ চুলকে মেরামত করে চুলের স্বাভাবিক সৌন্দর্য্য ফিরিয়ে আনে।
- সালফেট, প্যারাবিন , সিলিকনের মতো কোনো উগ্র ক্যামিক্যাল থাকেনা।
- দাম একদম সাধ্যের মধ্যে।
খারাপ দিক
- চুলের কোঁকড়ানো ভাব খুব বেশিক্ষন ধরে রাখতে পারেনা।
রেটিং -৪.১/৫
TRUE FROG EVERYDAY HAIR CONDITIONER
TRUE FROG EVERYDAY HAIR CONDITIONER এই কন্ডিশনার টি কোঁকড়ানো চুলের জন্য বিশেষ ভাবে তৈরী।এটি চুলের স্বাভাবিক কোঁকড়ানো ভাব বজায় রাখে ও চুলের জট পড়া রোধ করতে সাহায্য করে । এতে রয়েছে সাদা পদ্মের নির্যাস যা রোদের ক্ষতিকারক UV রশ্মি থেকে ও অকালে পেকে যাওয়ার হাত থেকে চুলকে রক্ষা করে।
আভোকাডো বাটার চুলের এলোমেলো ও শুষ্ক ভাব কমায় ,চুল মজবুত ও ঝলমলে করে। এতে রয়েছে ডাবের জল যা চুলের গোড়ায় নতুন কোষ তৈরী করে চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে।এতে কোনো রকম খারাপ ক্যামিক্যাল যেমন সিলিকন, প্যারাবিন,সালফেট ,থাকেনা। এছাড়া কুইনোয়া প্রোটিন চুলে আদ্রতা প্রদান করে ও প্রাণবন্ত করে তোলে। আপনার চুল যদি কালার করা হয় হয় তাহলে এটি আপনার চুলের কালার রক্ষা করে।
কাদের জন্য উপযুক্ত – কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য। কালার করা ও সময়ের আগে যাদের চুল পেকে যাচ্ছে তাদের জন্য।
ভালো দিক
- চুলের কোঁকড়ানো ভাব বজায় রাখে।
- সাদা পদ্মের নির্যাস অকালে চুল পেকে যাওয়ার হাত থেকে ছুলকে রক্ষা করে।
- ডাবের জল চুল লম্বা ও ঘন করতে সাহায্য করে।
- সিলিকন, প্যারাবিন,সালফেট ,থাকেনা।
- কুইনোয়া প্রোটিন ও অ্যাভোকাডো অয়েল চুলে আদ্রতা দেয় ও রুক্ষ শুষ্ক ভাব দূর করে।
- কালার চুলের কালার বজায় রাখে।
খারাপ দিক
- দাম বেশি।
রেটিং -৩.৯/৫
বোনাস
Fix My Curls Everyday Moisturizing Shampoo, Cleansing Shampoo, Hydrating Deep Conditioner, Defining Hair Gel And Leave In Cream
আপনি যদি বাজেটের মধ্যে কোঁকড়ানো চুলের যত্নের ও স্টাইলিংয়ের পুরো কম্বো পেতে চান তাহলে Fix My Curls এর পুরো কম্বো সেট আপনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে কোঁকড়ানো চুলের জন্য দুই ধরনের শ্যাম্পু ,কন্ডিশনার ,লিভ ইন ক্রিম ও ডিফাইনিং জেল রয়েছে। ৫ টে জিনিসের দাম একসাথে বাজেটের মধ্যে। ম্যংগো বাটার ,মধু ,মিল্ক প্রোটিন ,সিল্ক প্রোটিন, ভিটামিন E, জোজোবা অয়েল এর মতো আরো অনেক উপকারী উপাদান রয়েছে। এই কম্বো সেট টি চুলের কোঁকড়ানো ভাব বজায় রাখে ও চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে চুলকে মসৃন ও ঝলমলে করে।
কাদের জন্য উপযুক্ত- কোঁকড়ানো ও ওয়েভি চুলের জন্য।
রেটিং – ৪.৩/৫
আপনি যদি কোঁকড়ানো চুলের যত্নের আরো টিপস জানতে চান তাহলে আমাদের কোঁকড়ানো চুলের যত্নের অব্যর্থ১২ টি উপায় : ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই প্রতিবেদনটি পড়ুন।
এই প্রতিবেদন টি ভালো লাগলে শেয়ার করুন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানান।
Image Credit- valuavitaly /freepik